দেশজুড়ে

লংগদু জোনের সহায়তায় নিজ ঘরে মৃদুল

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৬:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ

লংগদু জোনের সহায়তায় নিজ ঘরে মৃদুল

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত প্রায় ৯ টায় দিকে হটাৎ করে গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদে এসে মসজিদের ইমামের কাছে থাকার জায়গা চায়, মানসিক প্রতিবন্ধি মো. মৃদুল (২০) নামের এক যুবক।

পরে ইমাম সাহেব মাওলানা আমিনুর রশিদ বিষয়টি নিকটস্থ রাঙ্গামাটি জেলার লংগদু সেনা জোনে অবগত করলে, জোনের সেনাসদস্যরা ছেলেটিকে ঘটনাস্থল থেকে লংগদু জোনে নিয়ে আসে। মানসিক প্রতিবন্ধি মৃদুল এর সাথে সেনাবাহিনীর একজন অফিসার একান্তভাবে তার নাম ঠিকানা জানার চেষ্টা করেন।

মৃদুলের সাথে কথা বলার এক পর্যায়ে সফলতাও আসে। সে সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে তার বাবার মোবাইল নাম্বার পাওয়া যায়। সেনাবাহিনীর সদস্যরা উক্ত নাম্বারে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করে ছেলেটিকে লংগদু থানায় হেফাজতে রাখেন। মৃদুল মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিষয়টি অনেকটাই জটিল ছিলো।

লংগদু জোন সুত্রে জানাযায়, মানসিক ভারসাম্যহীন মৃদুল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার মো. নুর আলমের ছেলে। মানসিক সমস্যার কারণে সে বাড়ি ছেড়ে চলে আসে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় সে তার পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হয়।

মৃদুলের বাবা নুর আলম সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, পাহাড়ের মত জায়গায় সেনাবাহিনী আমার ছেলেকে  সহজে আমার হাতে তুলে দিয়েছে। আমি আমার পরিবার এজন্য সেনাবাহিনীর প্রতি  কৃতজ্ঞ। সেনাবাহিনীর হাতে না আসলে হয়তো ছেলেকে খুঁজেই পেতাম না। আল্লাহর রহমত ছিলো, তাই আমার ছেলেটি সেনাবাহিনীর হাতে গিয়ে পড়েছে।

আরও খবর

Sponsered content