দেশজুড়ে

কাহালুতে সংবেদনশীলতা অধিবেশন

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫০:২৯ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি:

বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, উগ্র সহিংসতা শিকার ব্যক্তিদের অধিকার বিষয়ক উপজেলা পর্যায়ের লিগ্যাল এইড সদস্যদের নিয়ে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বক্তব্য রাখেন কাহালু উপজেলা

নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আইয়ুব আলী, পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী প্রমুখ। সেশন পরিচালনা করেন বগুড়া জজ কোর্টের প্যানেল আইনজীবি এ্যাড. মো. এমদাদুল হক খন্দকার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন ।

Powered by