চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ৬:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আবু বিকর সিদ্দিক, জেলা ক্রীড়া অফিসার আল মাইন খন্দকার প্রমুখ।

এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো এবং সম্ভাবনাময় খেলোয়াড় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি।

এরপর প্রতিযোগিতার প্রথম খেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ৩-১ গোলের ব্যবধানে জনতা ডিগ্রি কলেজকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়।

আগামী ১৭ জুন প্রতিযোগিতার ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।