দেশজুড়ে

লক্ষ্মীপুরে স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন 

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৬:১০:২৮ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন 

লক্ষ্মীপুরে ওয়াটসন কমিটির সদস্যদের জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়াটার এইড এবং ডরপ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। 

উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভি দাস। 

বক্তব্য দেন, ওয়াটার এইডের সি-সিবিএস কানিজ হোছনা আফরোজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেটর মো: নুর ইসলাম, ডরপ এর কর্মকর্তা শৌল বৈরাগী, দিদার হোসেন, উপজেলা ফ্যাসিলিটর ইসমাইল পাটওয়ারী, মিলন বেগম প্রমুখ।

সভায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং ইউপি সচিবগণ অংশ নেন।

আরও খবর

Sponsered content