দেশজুড়ে

লালপুরে আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৪:৩০:১২ প্রিন্ট সংস্করণ

লালপুরে আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগ।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসে স্মারক লিপি পেশ করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন,নিহত মঞ্জুর মা রাহেলা বেগম,নিহত মঞ্জুর ভাই গোপালপুর পৌরসভার স্থানীয় কমিশনার মাসুদ রানা,আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূইঁয়া,মাইনুল ইসলাম,পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম হায়দার প্রমুখ।

বক্তারা,আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান। জানা যায়,৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারি দোকানের সামনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে স্থানীয় থানায় ১৬জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও খবর

Sponsered content