রংপুর

ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শন করলেন মহাপরিচালক

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৪:৩৪:৪৫ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

দেশে সরকারিভাবে পরিচালিত দুটি রেশম কারখানার মধ্যে রাজশাহী রেশম কারখানা সম্প্রতি চালু হলেও বন্ধ হয়ে পড়ে আছে ঠাকুরগাঁও রেশম কারখানাটি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিন কারখানাটি পুনরায় চালু করা যায় কিনা সে বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু. আব্দুল হাকিম। সোমবার পরিদর্শনকালে মহাপরিচালক বলেন, এ উদ্দেশ্যে ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে একটা ইস্টিমেট তৈরি করবে। সেই ইস্টিমেটের ভিত্তিতে ই-টেন্ডার করা হবে।

এটা সময়সাপেক্ষ বলে তিনি জানান। পরিদর্শন শেষে তিনি টেকনিক্যাল কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার হোসেন ও অন্যরা।

Powered by