রাজশাহী

লালপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৫:১০:০২ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর):

নাটোরে অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদ। শনিবার সকালে গোপালপুর বাস্তবায়ন পরিষদে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের আহবায়ক তাহাজ উদ্দিন। লিখিত বক্তব্যে তারা জানায়, লালপুর উপজেলার নরেন্দ্রপুর কৃষি খামারে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মত ক্রয়, অধিগ্রহন ছাড়া পর্যাপ্ত উঁচু সমতল আটশত একর জমি রয়েছে।

এছাড়া সেখানে যোগাযোগের জন্য আকাশ পথ, রেলপথ, নদীপথ সহ আন্যান্য সকল সুবিধা বিদ্যমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব সুকুমার চন্দ্র সরকার, অধ্যক্ষ ইব্রাহীম খলিল, অধ্যক্ষ আকরাম হোসন, ইনতাজ আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content