প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৬:১৬:৫২ প্রিন্ট সংস্করণ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১০টি ইউনিয়নের ১০ টি দল এবং গোপালপুর পৌরসভার পক্ষ থেকে ২টি দলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, উপজেলা সহকারী আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। কর্মশালায় ১২ টি দলের মধ্যে গোপালপুর পৌরসভার পক্ষে ২ টি দলের শিক্ষার্থীরা ১ম ও ২ স্থান এবং চংধুপইঁল ইউনিয়নের পক্ষের শিক্ষার্থীরা ৩য় স্থান অধিকার লাভ করেন।