
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠ চত্বরে এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।