দেশজুড়ে

লালমোহনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৩:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ

লালমোহনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। 

বক্তব্যে তিনি বলেন, যেদিন নির্বাচন হবে বিএনপি (সেদিন) ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। সকলের মনজয় করে আমাদেকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে,ইনশাআল্লাহ। 

লালমোহন উপজেলা যুবদলের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের  সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝাঁন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল আজীজ শাহীন সহ আরো অনেকে। 

আরও খবর

Sponsered content