দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা যুদ্ধে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৭:৩০:০৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় করোনা ভাইরাস কোভিড১৯ যুদ্ধে বিজয়ীদের মাঝে জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম(পিপিএম) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তিনি আজ দুপুরের পর ঝিনাইগাতী উপজেলা স্বান্থ্য কমপ্লেক্স ভবনের আইসোলেশনে করোনায় পজিটিভ রোগী করোনার যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফেরার সময় উপস্থিত হয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান

বিজয়ীরা হলেন ঝিনাইগাতী থানার এস আই সাইদুর রহমান, এস আই তোফায়েল আহাম্মেদ, হাসপাতালের ষ্টোরকিপার হারুণ অর রশিদ, রহিমা খাতুন সফিকুল ইসলাম তারা নমুনা ১ম পরীক্ষায় করোনা শনাক্ত হয়ে টানা ১৪ দিন হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়ে ২য় এবং ৩য় পরীক্ষায় করোনার সাথে যুদ্ধ করে ফলাফল নেগেটিভ আসায় আজ জয় লাভ করে বাড়ি ফিরে যান  

সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি(সার্কেল) জাহাঙ্গির আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ জসিম উদ্দিন, ডা:মাজেদুর রহমান, ওসি তদন্ত সারোয়ার হোসেন, এস আই খোকন চন্দ্র সরকর প্রমুখ

সময় পুলিশ সুপার হাসপাতালের সকল স্টাপদের ধন্যবাদ   কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন করোনায় আতংক নয়, ভয় নয় সাহসের সাথে সচেতনতা সৃষ্টি করে নিজেরা সতর্কতা অবলম্বন করে সামাজিক নিরাপত্তা বজায় রাখার আহবান রেখে বিজয়ী পুলিশ সদস্যদের নিয়ে থানায় প্রবেশ করে সকলকে দিক নির্দেশনা দিয়ে শেরপুর জেলায় রওনা হয়

উল্লেখ্য ঝিনাইগাতী উপজেলায় করোনা শনাক্ত মোট ৮জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৭জন বাকি থানার ওসি আবু বক্কর ছিদ্দিক ঢাকায় রাজাবাগপুলিশ লাইনে চিকিৎসাধীন রয়েছেন

আরও খবর

Sponsered content

Powered by