বরিশাল

লালমোহনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৬:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,দেশে চরাঞ্চলের অসহায় দুস্থ, দলিত ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন,দরিদ্র বিমোচন, মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আওয়ামী লীগ সরকারের মতো অতীতে কোনো সরকারই এত বেশি গুরুত্বারোপ করেনি।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে চরাঞ্চলের অসহায় দুস্থ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করনে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা চিন্তা করে তাদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলিত ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে শিক্ষিত হতে হবে। বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সুন্দর আগামীর জন্য শিক্ষা-দীক্ষায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন।

এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।