প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় লাঠির আঘাতে চাচাকে হত্যার ঘটনায় মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামি ভাতিজা মুজিবুর রহমান (৪০) কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটককৃত মুজিবুর রহমান উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের লোহাগাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।