প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে মো. মুবিনুল হক (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ মুকিত নামে আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া ইমাম বাড়ি শাহ্ মসজিদের বার্ষিক সভায় এ ঘটনাটি ঘটে। নিহত মুবিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা নালারকুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। আহত মুকিত একই এলাকার রহমত উল্লাহর ছেলে। দু’জনই পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, মুবিন ও মুকিতের সাথে টিকটক বিষয়ে কয়েক জনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেখানেই ছুরিকাঘাতে মুবিন ও মুকিত গুরুতর আহত হন। ঘটনার সাথে জড়িতরা ঘটনার পরপরই পালিয়ে গেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগের চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা বলেন, কয়েকজন যুবক মুবিন নামের এক কিশোরকে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসে। এর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, রাত ৮টায় তাঁতিপাড়া এলাকায় মাহফিল সংলগ্ন ভাসমান কসমেটিক্স দোকানের সামনে মুবিন ও মুকিতসহ দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে মুবিন নামের এক যুবক ছুরির আঘাতে নিহত হয়। সাথে থাকা মুকিতকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।