দেশজুড়ে

রামপালে করোনা প্রতিরোধে সদর ইউপি চেয়ারম্যান জামু’র নানান উদ্যোগ

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : মহামারি করোনা প্রতিরোধে রামপাল সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে মাস্ক লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পরিষদে আগত অভ্যাগত সেবা প্রার্থীদের সুরক্ষা নিশ্চিতের জন্য সংযোজন করা হয়েছে ইলেকট্রনিক ইনফ্রারেড লেজার থার্মমিটার বা ইনফ্রারেড লেজার গান।

এছাড়াও আগতদের জন্য হাতধোয়া স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জামিল হাসান জামু বলেন, মহামারি করোনাকে প্রতিরোধ করতে ইউনিয়নবাসীকে রোগের প্রাদুর্ভাবের কবল থেকে রক্ষা করতে ইতিমধ্যে আমরা সচেতনতামূলক লিফলেট, মাস্ক স্যানিটাইজার ব্যবহার বিষয়ে গুরুত্বারোপ করে কার্যক্রম পরিচালনা করে আসছি যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও দুঃস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সেবা প্রদান করা হচ্ছে। 

আরও খবর

Sponsered content

Powered by