দেশজুড়ে

শরণখোলায় স্কুল ফিডিং বিস্কুট বড়ি বাড়ি পৌছে দিল আরআরএফ

  প্রতিনিধি ৯ মে ২০২০ , ৩:৫১:০৩ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সরকারের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ বিস্কুট শরণখোলার ছাত্রছাত্রীদের বড়ি বাড়ি পৌছে দেয়া হয়েছে করোনা ভাইরাসের কারনে স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রুরাল রিকনস্টশন ফাউন্ডেশন (আরআরএফ)

শনিবার সকাল ১০টায় উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আঃ রহমান, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আরআরএফ কর্মকর্তা রমেশ মন্ডল, সুজন সেন, মৃন্ময় হালদার, মিঠুন সরদার প্রমুখ

আরআরএফ কর্মকর্তা রমেশ মন্ডল জানান, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি এবতেদায়ী মাদ্রাসায় ১২হাজার ১০২ জন ছাত্রছাত্রীকে মাথাপিছু ৫০ প্যাকেট করে উচ্চপুষ্টি সমৃদ্ধ বিস্কুট বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হবে

আরও খবর

Sponsered content

Powered by