ক্রিকেট

ইংল্যান্ডের ঘরে বিশ্বকাপ ট্রফি

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৬:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

England celebrate after the Twenty20 International match at the Old Trafford Cricket Ground, Manchester. Picture date: Tuesday July 20, 2021. (Photo by Nick Potts/PA Images via Getty Images)

ভোরের দর্পণ ডেস্কঃ

অবশেষে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের ঘরে তুললো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। পাকিস্তানের দেয়া ১৩৮ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় ইংল্যান্ড।

এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটাও ভালো করেছিলেন পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে দেন অ্যালেক্স হেলস।

তবে জস বাটলার ছিলেন ভয়ঙ্কর। নাসিম শাহকে এক ওভারেই তিনবার বাউন্ডারির বাইরে পাঠান। এর মধ্যে পিল সল্টকেও ফিরিয়ে দিয়েছেলেন হারিস রউফ। কিন্তু জস বাটলার ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন।

শেষ পর্যন্ত হারিস রউফের বলেই পরাস্ত হলেন বাটলার। ১৭ বলে ২৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক যখন আউট হলেন, তখন তাদের রান ৫.৩ ওভারে ৪৫।

Powered by