ঢাকা

শাসনের নামে যারা দুঃশাসন করেছিলো তারা আজ নিগৃহীত

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

শাসনের নামে যারা দুঃশাসন করেছিলো তারা আজ নিগৃহীত

পূর্বে এদেশ যারা পরিচালনা করেছিলো, বিভিন্ন সময় শাসনের নামে দুঃশাসন  করেছে, তারা কিন্তু আজ নিগৃহীত হয়েছে বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।

বিকালে ঢাকার আশুলিয়ায় গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, আগামীতে  যারা দেশ পরিচালনা করবেন, তারা যদি মাথায় রেখে আজকের দিনে পথ চলেন, তাহলে আগামীদিনে তারা অন্যায় করবে না।  

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস শাহীর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ মোজাফফর হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী, বাংলাদেশ জামায়াত ইসলামীর আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ বশির আহম্মেদ এবং আয়শা এগ্রো ফার্মের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল হোসাইন। 

এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।

সবশেষে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

আরও খবর

Sponsered content