আন্তর্জাতিক

মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, নিহত ৬০

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৪ , ৩:২৫:২২ প্রিন্ট সংস্করণ

মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, নিহত ৬০

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। রুশ তদন্ত কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা সংখ্যায় কমপক্ষে পাঁচজন ছিলেন। তারা ছদ্মবেশে কনসার্ট হলে ঢুকেছিলেন। হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় বন্দুক ছিল। তারা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

এই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছে, এটি জঙ্গিহানা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি এক বিবৃতিতে বলেছে, মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে। বিবৃতি এ প্রসঙ্গে আর কিছু বলা হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by