প্রতিনিধি ৯ জুলাই ২০২১ , ৭:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ
শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের একটি বাড়ি থেকে বিশাল দুইটি গাঁজার গাছ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে উপজেলার গালা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইলামের বাড়ি থেকে বিশাল দুইটি গাঁজার গাছ উদ্ধার করে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) ও মুন্নাফ আলী (৩২) কে আটক করে।
শুক্রবার ওসি (অপারেশন) আব্দুল মজিদ সংবাদিকদের জানান, আটকরা বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ রোপণ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ও পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রাম থেকে গাঁজা ব্যবসায়ী এনামুল হক (২৮) ও মমিন ব্যাপারী (৫৫) কে ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রফিকুল দীর্ঘদিন ধরেই বাড়ির ভিতর আড়ালে গাঁজা চাষ করে আসছিলো। রফিকুলের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে ।