রাজশাহী

ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিংকমিটির সভাপতিদের নিয়ে কর্মশালা

  প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৭:৫৭:৪৪ প্রিন্ট সংস্করণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিবিজিএসআই স্কিমের আওতায় গতকাল অনুষ্ঠিত ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ২৫ জন সভাপতি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার মোট ৫০ জন প্রধান শিক্ষক, ২৫ জন সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, স্বাগত বক্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, অনুষ্ঠানের সঞ্চালক ও একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. মারফুয়া (ডলি), বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by