রাজশাহী

শাহজাদপুরে শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৬:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহররম হোসেন (৫২) কে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কলেজ ও হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারিবৃন্দ মানববন্ধন ও সমাবেশ করেছেন। আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে কলেজের সাবেক অধ্যক্ষ গাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন, আকাশ মিয়া, মাসুদ হোসেন, রবিউল ইসলাম, কলেজ শাখার অধ্যক্ষ কামাল পাশা, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মীর আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আজগর আলী প্রমুখ। উল্লেখ্য, গত ৯ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই সরকারপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছের সাথে রশিতে বাঁধা ও মাটিতে বসে থাকা অবস্থায় ঠুটিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহররম হোসেনের লাশ উদ্ধার করেন। তার ভাইয়েরা প্রচার চালায় তিনি ৮ জুলাই বুধবার গভীর রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তার এই আত্মহত্যার বিষয়টি সহকর্মী ও শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। তারা এটাকে পরিকল্পিত হত্যা দাবি করে এ হত্যার বিচার দাবিতে এ কর্মসূচি পালন করেন।

আরও খবর

Sponsered content