দেশজুড়ে

শিক্ষার্থীকে গন্তব্যে না নামানোয় ১৫ বাস আটক

  প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৬:১৩:১৯ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

সাভারে শিক্ষার্থীর হাফভাড়া না নিয়ে ভয়ভীতি ও গন্তব্যের চেয়ে অনেক বেশি দূরে নামিয়ে দেওয়ার অভিযোগে (D-link) ডি-লিংক পরিবহনের ১৫ টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল সোয়া নয়টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় এসব বাস আটকে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, গতকাল মঙ্গলবার কলেজ ছুঁটির পর সাভার সরকারী কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ১ম বর্ষের ছাত্র কাজল D-link (গুলিস্তান- ধামরাই) পরিবহনে ওঠেন। কাজল সাভারের থানা স্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ওই বাস উঠেন। বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইলে হাফ ভাড়া দিতে চায় কাজল। এসময় স্টুডেন্ট ভাড়া (হাফ ভাড়া) না নিয়ে তাকে ভয় ভীতি দেখানো হয় এবং আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নিয়ে নামিয়ে দেওয়া হয়। পরে বুধবার সহপাঠীদের বললে ওই পরিবহনের ১৫টি বাস আটক করে শিক্ষার্থীরা।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলী আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিকপক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by