দেশজুড়ে

শিমুলিয়ার আরেকটি ফেরিঘাট পদ্মায় বিলীন ফেরি চলাচল বন্ধ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ১২:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকায় আবারো পদ্মার ভাঙন শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডাব্লিউটিসির ৪ নম্বর ফেরিঘাট। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪ নম্বর ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে ভাঙন চলমান রয়েছে। এ নিয়ে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার চারটি ফেরিঘাটের মধ্য দুটি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই পদ্মায় বিলীন হয় ৩ নম্বর রো রো ফেরিঘাট।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪ নম্বর ফেরিঘাটসহ সংযোগ সড়ক ও ঘাটের কয়েকশ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। সকাল ৭টায় সর্বশেষ একটি ফেরি কাঁঠালবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। ভাঙন ২ নম্বর ভিআইপি ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। ঘাটে পারাপারের জন্য দুই শতাধিক গাড়ি রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by