আইন-আদালত

শুধু মহাসড়কে চলবে না ইজিবাইক: আপিল বিভাগ

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২২ , ৭:১৯:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সারা দেশের এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করেছেন আপিল বিভাগ। শুধু মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে, সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এছাড়া, এ সংক্রান্ত রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।”

সারা দেশের এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশ সংশোধন করেছেন আপিল বিভাগ। শুধু মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে, সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এছাড়া, এ সংক্রান্ত রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশ  দেন। একই সঙ্গে, এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেন আদালত।

 

এর আগে ২০২১ সালের বছরের ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

আরও খবর

Sponsered content