বিনোদন

“শ্বশুরের টাকায় বিদেশ” ও “শ্বশুরের অত্যাচার”দেখা যাবে বৈশাখী টিভিতে

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৬:৫০:৫২ প্রিন্ট সংস্করণ

"শ্বশুরের টাকায় বিদেশ" ও "শ্বশুরের অত্যাচার"দেখা যাবে বৈশাখী টিভিতে

হিরন সোহেল’র রচনা ও পরিচালনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হলো “শ্বশুরের টাকায় বিদেশ” ও “শ্বশুরের অত্যাচার” নামে দুটি নাটক।

গাজীপুর পূবাইলের প্রাকৃতিক লীলাভূমির সবুজ সমারোহে এই নাটক দুটির শুটিং কাজ শেষ হয়েছে। 

নাটক দুটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, সুপ্ত, ঐশী, আব্দুল হান্নান শেলী, শফিক খাঁন দিলু, মাসুদ রানা মিঠু, এসএম কামরুল বাহার, হিরন সোহেল, আয়শা নাফিজা, মশিউর রহমান মশি ও কাজল সহ আরও অনেকে। 

“শ্বশুরের টাকায় বিদেশ” নাটকে হারুন ইসলাম ও “শ্বশুরের অত্যাচার” এ চিত্র ধারণে ছিলেন এআর সোহেল। সম্পূর্ণ সামাজিক কমেডি এই নাটক দুটি শিগগিরই “বৈশাখী টিভিতে” প্রচার হবে বলে পরিচালক জানান। 

এ প্রসঙ্গে পরিচালক বলেন, বিনোদন হলো মনের খোরাক, আর নাটক হলো বিনোদনের অন্যতম একটি অংশ। তাই আমি দর্শকদেরকে বিনোদন দিতে এই নাটক দুটি নির্মাণ করেছি। এই নাটক দুটিতে তাদের জন্য সচেতন মূলক ম্যাসেজ থাকবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সামনের দিকে দর্শকদেরকে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন।

আরও খবর

Sponsered content