ঢাকা

শ্রমিক নেতার পহেলা মে দিবসের শুভেচ্ছা

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৫:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

শ্রমিক নেতার পহেলা মে দিবসের শুভেচ্ছা

১৩৮তম পহেলা মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. আলমগীর শেখ লালন।

এই শ্রমিক নেতা বলেন, পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। পহেলা মে মেহনতি মানুষ ও শ্রমিক শ্রেণীর জন্য দৃপ্ত শপথে বলীয়ান হওয়ার দিন, শেকল ছেঁড়ার দিন,  আনন্দ ও উৎসবের দিন ও একই সাথে শোকেরও দিন।

সভ্যতার রূপায়ন ঘটেছে শ্রমিকের হাতুড়ির আঘাতে। শ্রম দিয়েই দুনিয়ার অগ্রযাত্রা হয়েছে। শ্রমেই সৃষ্টি। অথচ শ্রমিক তার অধিকার হারা সভ্যতার শুরু থেকেই। ইটের পর ইট গেঁথে আকাশচুম্বী প্রাসাদে বসে যখন মহাকাশ জয়ের স্বপ্ন বোনা হয় ঠিক তখনও শ্রমিকেরা অধিকার আদায়ে বুকের রক্ত ঝরায়।

হাজার বছরের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকেরা। মে দিবস শ্রমিকের জয়গান। সারা বিশ্বের সমস্ত মেহনতি মানুষকে জানাই সংহতি, সশ্রদ্ধ সালাম ও শুভ কামনা।

আসুন আজ আমরা শপথ নেই শ্রমিক-মালিক গড়বো দেশ, আরো সামনে এগিয়ে যাক বাংলাদেশ।

আরও খবর

Sponsered content

Powered by