দেশজুড়ে

শ্রীপুরে করোনা পরিস্থিতির সুযোগে জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৬:৩৯:৫৫ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রার্দভাবে বিশ্ব আজ স্তম্ভিত দেশের বর্তমান করোনা পরিস্থিতির সুযোগে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ জমি দখলের কাজে ব্যস্ত হয়ে পড়ছে বর্তমান সরকারের নির্দেশে অফিস আদালত বন্ধ থাকার সুযোগে জমি দখলে বেপরোয়া হয়ে ওঠছে  দখলকারীরা পুলিশ করোনা ভাইরাস মোকাবেলায় দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছে ভোক্তভোগিরা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছে না অনেকেই ৯৯৯ ফোন দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধাঁ দিয়ে আসলে পুনরায় দখলকারিরা মরিয়া হয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যস্ত হয়ে ওঠে পুলিশ আদালত থেকে কোন নিষেধাজ্ঞার কাগজ না পেয়ে জমি দখলকারীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে পারছে না

ঠিক তেমনি গাজীপুরের শ্রীপুরে এক কৃষক পরিবারের জমি উৎসবমুখর পরিবেশে দিনে দুপুরে শতশত মানুষ নিয়ে দখলে মরিয়া হয়ে ওঠছে জবর দখলকারীরা তারাহুরা করে চারদিকে সীমানা প্রাচীর তৈরী করে ৫ফুট ওয়াল নির্মাণ করছে রোববার সকালে পৌর এলাকার দক্ষিন ভাংনাহাটি গ্রামের ছাপিলা পাড়া এলাকায় ঘটনা ঘটে ভোক্তভোগী কৃষক পরিবার মৃত মিয়া চাঁন মিয়ার মেয়ে নাহার আক্তার গং ঘটনায় মৃত মিয়া চাঁন মিয়ার মেয়ে নাহার আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তরা হলো একই এলাকার আক্তার খান, রফিকুল ইসলাম দিলদার খাঁন বিল্লাল হোসেন ভূইয়া

নাহার আক্তারের বড় বোন অজিফা খাতুন তাহার অংশীদারগনের বিরুদ্ধে গাজীপুর আদালতে দেয়ানী মামলা দায়ের করেন বর্তমানে মামলাটি আদালতে বিচার কার্যক্রম চলমান রয়েছে মামলায় বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতিশীল বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন কিন্তু বিবাদীগন আদালতের আদেশ অমান্য করিয়া জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছেন ছাড়া আদালতে বাটোয়ারা মামলা চলমান রয়েছে মামলায় উভয় পক্ষ কে কোন প্রকার কাজ না করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু তারা নিষেধ অমান্য করে জমি দখল করছে তিনি আরো বলেন,আমাদের বাবা যে জমি রেখে গেছেন তার অর্ধেক জোত অর্ধেক খাস জমি রয়েছে তারা জোত জমি বিক্রি করে আমাদের জন্য খাস জমি রেখে যাচ্ছেন

অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন,মিয়া চাঁনের ছেলে মৃত হুমায়নের স্ত্রী নাসিমা খাতুন তার মেয়ে নাদিরা বেগমের কাছ থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করছি, আমরা কারো জমি দখল করেনি

শ্রীপুর থানার (ওসি) লিয়াকত আলী বলেন, জমি দখলের একটি অভিযোগ পেয়ে এসআই আশরাফুল্লাহ কে পাঠানো হয়েছে, তদন্ত করে দখলকারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরও খবর

Sponsered content

Powered by