আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে বিক্ষোভকারীরা

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৪:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট ভেঙে এর ভেতরে ঢুকে পড়েছে। এরপর তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঠে জমায়েত হন। খবর বিবিসির।

এদিকে গেট ভেঙে ঢোকার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত তারা বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে ঢুকে আনন্দ উল্লাস করছেন।

এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।

দেশটির প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ ঘোষণা দেন।

আরও খবর

Sponsered content