আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা হুমকি ইরানের

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ৫:৫৩:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংস্থা হিসেবে কালোতালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন করা হলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। খবর পার্স টুডের।

গতকাল রোববার এক টুইট বার্তায় আবদুল্লাহিয়ান বলেন, ইরানের সংসদ ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কাজ করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নিজেই নিজের পায়ে গুলি করেছে। ইরানও এর সমুচিত জবাব দেবে।

এর আগে গত বুধবার ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করার জন্য ভোটাভুটি করে। পরে তা পররাষ্ট্র নীতি বিষয়ক বার্ষিক রিপোর্টে সংযুক্ত করা হয় এবং আইআরজিসিকে কালোতালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by