প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৬:০০:৫৯ প্রিন্ট সংস্করণ
১২৯-পিরোজপুর ৩,আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামীম শাহনেওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা,তথ্য ছড়ানোর প্রতিবাদে সংসদ সদস্যের মেঝ ভাই জনাব রিয়াজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
১৫ জুলাই সোমবার সকাল ১১ টায় লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন আহমেদ বলেন,গত ১৪ জুলাই দৈনিক পর্যবেক্ষন ও দৈনিক কালবেলা প্রত্রিকায় আমার বড় ভাই সংসদ সদস্য জনাব শামীম শাহনেওয়াজ ও আমাদের পরিবারের বিরুদ্ধে গত ৯ জুন কালো টাকার মাধ্যমে দুর্নীতিবাজ কিছু অসাধু পুলিশ কর্মকর্তার যোগসাজশে বিতর্কিত নির্বাচনে গোটা মঠবাড়িয়াকে কারাগারে রুপান্তরিত করে জনগনের ম্যান্ডেটকে ছিনিয়ে নিয়ে ঘোষিত উপজেলা চেয়ারম্যান বায়জিদকে হত্যার পরিকল্পনা শীর্ষক মিথ্যা,উদ্দেশ্য প্রণোদিত রুচিহীন সংবাদ পরিবেশন করা হয় যাহা সম্পুর্ণ ভিক্তিহীন। আমি এই মিথ্যা ,বানোয়াট অভিযোগ এবং কল্পিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, মঠবাড়িয়ার আপামর জনসাধারনের সমর্থনই আমাদের রাজনৈতিক পুজি,ঁ যার ফলে ১৪ সালে আমার ছোট ভাই আশরাফুর রহমান উপজেলা নির্বাচনে জয়ী হয়ে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয় এবং আমি ১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। আশরাফুর রহমানের জনপ্রিয়তার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নমিনেশন পায়।
পরে জোটের কারণে তার নৌকা প্রত্যাহার হলে আমার বড় ভাই কলার ছড়ি নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। জনগনের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না। উপজেলা নির্বাচনে যে কারচুপি হয়েছে তা আমরা আইনের মাধ্যমে মোকাবিলা করবো। বিগত ৯ জুনের নির্বাচনের পর মঠবাড়িয়ায় শত শত নিরীহ মানুষের উপর হামলা ও ঘর বাড়ি ভাংচুর ও কিছু মানুষ পঙ্গু হয়, কখন তার প্রতিবাদ স্বরুপ জনরোষের শিকার হয় তার জন্য এই মিথ্যা ছড়ানো হয়।
রিয়াজ উদ্দিন আহমেদ এই প্রতিবেদনের সত্য মিথ্যা যাচাই করার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে তদন্তের জন্য আহবান জানান। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।