দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে শুকনো মাছ বিক্রেতার উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৮ মে ২০২০ , ৩:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : ভোর বেলা কাক ডাকছে, ৮ই মে আজ শুক্রবার উপহার নিতে ঘুম অপেক্ষা করে মানুষ আসছে, উপহারের  অপেক্ষায়  প্রহর গুনছে অসহায় পরিবার গুলো মানুষ মানুষের জন্যে পªতিপাদ্য কে লালন করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে ক্ষুদ্র শুকনো মাছ বিক্রেতা কসাইপাড়া নিবাসী উদার মনের অধিকারী মো: মিসকিন মিয়ার কষ্ঠে অর্জিত ব্যাক্তিগত তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করে ব্যবসায়ীদের মধ্যে দৃষ্ঠান্ত স্থাপন করলেন

সকালে তার বাড়ির সামনে আকাশমনি সারি সারি গাছের বাগানে সামাজিক নিরাপত্তা বজায় রেখে উপজেলার বন্ধভাটপাড়া,নয়াগাও,কসাইপাড়া প্রতাবনগর ও কালিনগর গ্রামের অসহায়, ভিক্ষুক,প্রতিবন্ধী, দরিদ্র, দুস্থ্য বিধবা ও কর্মহীন হয়ে  পড়া বয়স্কদের মাঝে করোনাভাইরাস মোকাবিলায় ৫ কেজি চাল,১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, তৈল ও বাংলার জাতীয় মাছ  ১টি ইলিশ শুটকি উপহার হিসাবে পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে

এ সময় বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্বল হোসেন চাঁন অন্যদের মধ্য থেকে আনোয়ার হোসেন, মেহেদি হাসান বিপ্লব সহ অনেকেই উপস্থিত ছিলেন

আরও খবর

Sponsered content

Powered by