
জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ৪০ বছরের অবহেলিত একটি কাঁচা রাস্তায় অবশেষে ইটের সোলিং করে নির্মাণ করা হচ্ছে। এতে দুর্ভোগে লাঘব হবে শত শত মানুষ ও পথচারীদের।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ভেবলা একতা মোড় থেকে ৪০১ মিটার এইচবিবি করণের নতুন রাস্তা নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
জানা যায়, ভেবলা গ্রামের এই রাস্তাটি অনেকদিন যাবত যাতায়াতের অনুপযোগী ছিলো। ৪০ বছরের দুর্ভোগ কমাতে ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্তাপনা অধিদপ্তরের অধীনে ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা)’ ও ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)’ কর্মসূচির সাধারণ (১ম ও ২য় পর্যায়ে) প্রকল্পের আওতায় এই রাস্তায় ইটের কাজ শুরু করা হয়।
৪০১ মিটার এইচবিবি করণের নতুন রাস্তা নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।
উদ্বোধনে উপস্থিত ছিলেন- ভাটারা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনিসুর রহমান (আনিস)। প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আজাফফর হোসেন রাজা, ইউপি সদস্য মোছাঃ হ্যাপি বেগম, আঃ মজিদ মিয়া, ফরহাদ হোসেন, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ইউপি সদস্য আছিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় ভেবলা গ্রামের নির্মিত নতুন এই রাস্তাটি এইচবিবি হওয়াতে আনন্দ প্রকাশ করেন এলাকাবাসী।
বিগত সময়ে কখনোই এক মুঠো মাটি কাটা হয়নি। , সবার আশা- নিয়ম মেনে, মান বজায় রেখে এই রাস্তার কাজ যথাযথভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দুর হবে এবং চাহিদা পূরণ করবে, ব্যাবসায়ী সুবিধা ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।