
জামালপুরের সরিষাবাড়িতে ইট বালু বিক্রির ব্যবসায়ীকে মারধর ঘটনায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসী ফয়েজের মোড় এলাকায় প্রধান সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ করে সকল ব্যবসায়ীরা।
জানা যায়, ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে আল-আমিন মিয়া (৩৫) দীর্ঘ দিন যাবত মাটি ব্যবসা করে আসছেন এবং ফয়েজের মোড় এলাকায় বেশ কয়াকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রতিদিনের মত আল-আমিন মিয়া মঙ্গলবার সকালে চা খেতে মোড়ে যান।
এসময় পৌরসভার বাউসী এলাকার বখাটে ৭/৮ জন যুবক অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী আল-আমিন এর ওপর আক্রমণ করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফয়েজের মোড় এলাকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
আহত আল-আমিন বলেন, ‘তাদের সাথে আমার কোন লেনদেন নেই। কেনো তারা আমার উপর হামলা করেছেন তাও জানি না। আমি এর বিচার চাই।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক শুভ্রত বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।