
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে যুবদলের দুই নেতার বাড়িতে হামলা ও কটকটেল বিস্ফোরণ চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা।
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্বচর গ্রাম ও ডোয়াইল মূলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি লিটন মিয়া এবং ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেনের বাড়িতে অজ্ঞাত একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে তাদের বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে এবং কটকটেল বিস্ফোরণ করে।
এছাড়াও দুষ্কৃতকারীরা লিটনের বসতবাড়ির বেড়া কুপিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ রাত ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকালে সরিষাবাড়ী থানার (ওসি) সহ বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরির্দশন করেন।
এঘটনায় ভুক্তভোগী লিটন মিয়া ও ওয়াসিম জানান, ‘মধ্যরাতে হটাৎ কে বা কারা এসে বাড়িতে ভাংচুর ও কটকটেল বিস্ফোরণ করেছে তাদের চিনতে পারিনি। আমরা এবং আমাদের পরিবার সবাই নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।