রাজশাহী

সহায়তা পেলেন সেই বড়াইগ্রামের অসহায় বিধবা

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ৪:৪৮:১৫ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর আদিবাসী পাড়ার সেই অসহায় বিধবার প্রতি সহায়তার হাত বাড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বনপাড়া পৌর মেয়র। আম্পান ঝড়ে তছনছ হয়ে যাওয়া ঘরটিই বিধবা লক্ষী রানীর একমাত্র আশ্রয়স্থল। ‘তীব্র শীতে ভাঙা ঘরে বিধবার জড়োসড়ো জীবন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শনিবার রাত ৮টার দিকে ইউএনও জাহাঙ্গীর আলম ও পৌর মেয়র কেএম জাকির হোসেন সরেজমিনে ওই বিধবার বাড়িতে এসে বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা, শীতবস্ত্র প্রদান করেন। এ সময় ইউএনও ও মেয়র অতিদ্রুত বিধবার ঘরের জন্য টিন ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। মেয়র কেএম জাকির হোসেন বিধবার জন্য ‘বিধবা ভাতা কার্ড‘ এর ব্যবস্থা করাসহ তার ৮ বছর বয়সী সন্তান অনিমেষ সরকারকে বিদ্যালয়ে ভর্তিসহ লেখাপড়ার সহযোগিতা করবেন বলে জানান।
সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরুজ আলী, আদিবাসী নেতা সুনীল বাগচী প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by