চট্টগ্রাম

সাংবাদিক আজাদ তালুকদারের ইন্তোকাল

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক আজাদ তালুকদারের ইন্তোকাল
আজাদ তালুকদার

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।


আজাদ তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খায়ের আহমেদ তালুকদার ও মৃত জাহান আরা বেগমের সন্তান। বুধবার জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম প্রেস ক্লাব
প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ী রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায়। সেখানে আসরের নামাজের পর তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর

Sponsered content