ঢাকা

গোপালগঞ্জে করোনা মোকাবেলায় আইইবি ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ৭:১৬:১৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ- ম্যাক্স গ্রুপ -এর উদ্যোগে বাংলাদেশের কোভিড-১৯ এর অধিক সংক্রমণশীল এলাকার হাসপাতাল সমূহে অক্সিজেন সিলিন্ডার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ হাসপাতালে ৩০টি (৪০ লিটার -১৫টি এবং ১০-লিটার ১৫ টি) অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
এ লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক -এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর, আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদা, ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন (শীবলু), ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, মোঃ আল- ইয়াসা রহমান তাপাদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল, স্বাস্থ্য প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলীগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিবৃন্দরা প্রত্যেককে তাদের সামর্থ্য অনুযায়ী দেশের আপদকালীন সময়ে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে তাদের অর্পিত দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-ম্যাক্স গ্রুপের পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা সিভিল সার্জনের নিকট অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করেন।
এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক বলেন, করোনা পজিটিভ মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে জরুরী প্রয়োজনে অক্সিজেন ব্যবহারের পর খালি সিলিন্ডার গুলোতে আবারো সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেবে আইইবি-ম্যাক্স গ্রুপ।

আরও খবর

Sponsered content

Powered by