চট্টগ্রাম

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজে’র শোক

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজে’র শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি ও জনপ্রিয় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সমবায় সমিতি লিমিটেডের সভপতি মুস্তফা নঈম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী আপোষহীন, অবিসংবাদিত একজন নেতা ছিলেন। তার মত সাহসী সাংবাদিক নেতার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল। তারা মরহুম রুহল আমিন গাজীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এদিকে রুহুল আমিন গাজীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বুধবার আছরের নামাজের পর এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content