চট্টগ্রাম

সাংবাদিক পিটিয়ে শুরুতেই আলোচনায় বাঁশখালীর মোস্তাফিজ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ৭:০৭:৪৪ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক পিটিয়ে শুরুতেই আলোচনায় বাঁশখালীর মোস্তাফিজ

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী আসনের বর্তমান সংসদ সদস্য মনোনয়ন ফরম জমা দিতে এসেই আচরণবিধি লংঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর এবং তাদের ক্যামেরা টাইপড ভেঙেছে বলে অভিযোগ পাওযা গেছে।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ‘নির্বাচন-পূর্ব-অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ আবু সালেম মোহাম্মাদ নোমান এমপি মোস্তাফিজকে ঘটনার ব্যাখা চেয়ে তলব করেছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে ‘নির্বাচন-পূর্ব-অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তলব করেছেন। এর আগে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তিন সাংবাদিকের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন। পরে আগামীকাল চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে তার যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by