দেশজুড়ে

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্বারকলিপি

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২১ , ৪:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো: দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হামলা, মামলা বিভিন্নভাবে হয়রানিসহ নানা রকম নীপিড়নের শিকার। নিরীহ সংবাদকর্মীদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের কোন প্লাটফর্ম না থাকায় তাদের দুর্দশার সীমা থাকে না। ফলে সাংবাদিকদের ব্যক্তি ও পারিবারিক জীবন বিপন্ন হয়ে পড়ছে।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিক ‘সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বিএমএসএফ রংপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক আসিব আহসান এর হাতে এ স্মারকলিপি দেয়া হয়।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রংপুর কমিটির আহবায়ক তৌহিদুল ইসলাম বাবলা, যুগ্ম আহবায়ক শ্রী অলোক নাথ, শরিফা বেগম শিউলি, এসএম জাকির হুসাইন, সদস্য সচিব তাজিদুল ইসলাম লাল, সদস্য আবুল হোসেন বাবলু, মাহমুদুর রহমান বিপ¬ব, রবিন চৌধুরী, শিমুল ইসলাম, রবিউল ইসলাম দুখু, এমকে লিমা, জাহিদুল ইসলাম জাহিদ, মাসুদুর রহমান রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by