রংপুর

সাঘাটায় আলাই নদীর বাঁধের মাটিকাটা কাজ পরিদর্শন

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৪৪:৫৪ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) ’র আওতায় গাইবান্ধা সাঘাটা উপজেলার রাঘবপুর উপ-প্রকল্পের বাঁধে মাটি ভরাট কাজ বুধবার পরিদর্শন করেন নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রচেষ্টায় আলাই নদীর বন্যার পানির হাত থেকে রক্ষার জন্য জাইকা প্রকল্পের আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার বাঁধ নির্মাণ ও ৩টি সুইচ গেট নির্মাণ কাজের বরাদ্দ হয়।

উক্ত প্রকল্পের সভাপতি নাছিরুল আলম স্বপন জানান, এ বাঁধটির কাজ সম্পন্ন হলে বোনারপাড়া ইউনিয়নের হাজার হাজার কৃষকের আমন ফসল বন্যায় ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

আরও খবর

Sponsered content

Powered by