ঢাকা

এসিল্যান্ডের যুগান্তকারী পদক্ষেপে ঘুচলো ১২ বছরের পারিবারিক দ্বন্দ্বের অবরুদ্ধ অবস্থা

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম, নরসিংদী:

মুজিববর্ষে “ভূমি বিরোধ/জটিলতা নিষ্পত্তি” আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে ৩ ফেব্রুয়ারি বুধবার জেলা  প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর নির্দেশনামতে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন নগর বানিয়াদি মৌজায় ০৪ নং দাগের ০৫ শতক ভূমির উক্ত বিরোধ নিষ্পত্তি করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নরসিংদী সদর মোঃ শাহ্ আলম মিয়া।
 পারিবারিক সম্পত্তি, টয়লেট ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছরের বিরোধের/জটিলতার নিরোসন করে ন্যায্যতা প্রতিষ্ঠিত করা হয়। বন্ধ করা রাস্তার বেরিকেড সরিয়ে চলাচলের জন্য খুলে দেয়া হয়।
দরজা বরাবর স্থাপিত টয়লেট অপসারণ করা হয়।
সকলপক্ষের শুনানি গ্রহণ ও সরেজমিনে পরিদর্শন পূর্বক নালিশা ভূমি মাপজোক করা হয় এবং সকল পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অভিযানে জেলা পুলিশ ও জেলা আনসার/ভিডিপি সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভূমি বিরোধ নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক নরসিংদ।

আরও খবর

Sponsered content

Powered by