প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ৪:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :
সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা ঘুড়িদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের সহধর্মিনী শেরীফা কাদের।
জাপা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার উদ্যোগে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য শাজাহান খাঁন আবু, গাইবান্ধা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক একেএম নুরুন্নবী মিঠু, সদস্য মোহাম্মদ আলী, মোয়াজ্জেম হোসেন, আনিছুর রহমান, মো. তছকিম উদ্দিন রেনু প্রমুখ।