রংপুর

সাঘাটায় সমবায় অধিদপ্তরের প্রশিক্ষণ

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে গত বৃহস্পতিবার উল্যা ভরতখালী নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর কার্যালয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, গাইবান্ধা জেলা সমবায় অফিসার শরিফ উদ্দিন, সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফি, নাইস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী প্রধান টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সমিতির ক্যাশিয়ার আফরুজা বেগম, মিন্টু, দিপু, সাকিল, মেহেদী, সঞ্জয় প্রমুখ। প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান শেষে তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমবায় সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সব কিছুই উন্নয়ন করা সম্ভব।

আরও খবর

Sponsered content

Powered by