বাংলাদেশ

সাজা মৃত্যুদণ্ড হওয়ায় ধর্ষণমুক্ত হবে দেশ, আশা প্রতিমন্ত্রীর

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ৩:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সংসদ অধিবেশন নেই, তাই আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তবে সম্ভবত আগামী নভেম্বরে সংসদ অধিবেশন বসবে। তখন আমরা এটিকে আইনে পরিণত করার জন্য সংসদে বিল হিসেবে উপস্থাপন করবো।

আইনের প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রায়ই একটা কথা বলে থাকি শুধুমাত্র আইন বা সরকার দিয়ে সবকিছু করা সম্ভব হয় না। সরকারের সাথে সমাজের লিডারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাইলেই দেশ ধর্ষণমুক্ত হবে।’

তিনি বলেন, ‘ধর্ষক, ধর্ষকই। তার অন্য কোনো পরিচয় থাকতে পারে না। এখানে পরিবারেরও দায়িত্ব অনেক। ধর্ষক নিশ্চয় কোনো না কোনো মা-বাবার ছেলে। আমাদের সামাজিকভাবে ধর্ষকদের বয়কট করতে হবে।’

আরও খবর

Sponsered content

Powered by