বাংলাদেশ

সাবেক আইনমন্ত্রী মতিন খসরু লাইফ সাপোর্টে

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ৯:০৬:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেন আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী মো. মহসিন মিয়া। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে গত ১৫ মার্চ সাবেক এই আইনমন্ত্রী সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে পজিটিভ আসে। ওই দিনই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। ৩১ মার্চ শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় খসরুকে কেবিনে নেওয়া হয়।

গত ১ এপ্রিল ফের করোনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসে তার। কিন্তু হঠাৎ করে খসরুর শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।

গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন মতিন খসরু। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by