
সাভারে অভিযান পরিচালনা করে জুয়ারী সহ ৩ চাঁদাবাজকে আটক করেছেন হেমায়েতপুর আর্মি ক্যাম্প। পরে সন্ধ্যায় তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভূয়া পুরস্কারের বিভিন্ন সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো লোহার তৈরি অস্ত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলো অলিয়ার, সাজু মিয়া ও খলিল মিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।