প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৭:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ
ভোলার লালমোহন, বোরহানউদ্দিন ও দৌলতখানে উই আর ওয়ান ফাউন্ডেশন ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ জুন) বিকাল ৪ টায় ভবানীপুর বেড়িবাঁধ এলাকায় We Are One Foundation এবং Saarc Human Rights Foundation Central এর যৌথ উদ্যোগে দৌলতখান উপজেলায় ৪০ টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ রাজে’র সভাপতিত্বে এ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। এসময় তিনি বলেন, ‘আমরা সরকারি সকল প্রকার সহায়তা প্রদান করে আসছি, যদি সমাজের বিত্তশালীরা সহযোগিতায় এগিয়ে আসে তাহলে অসহায় মানুষ ঘুরে দাঁড়াতে সহায়ক হবে’।
এসময় উপস্থিত ছিলেন উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের সহ- সভাপতি ইশতিয়াক মো. আল আমিন, উই আর ওয়ান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হুসাইন, সদস্য আবুল কাশেম।
এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিডিএফ এর জেলা সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নাজিউর রহমান মঞ্জু, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সাইদুল ইসলাম পলাশ ও দৈনিক আজকের ভোলা প্রতিনিধি আওলাদ হোসেন।