প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৪:৩৯:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে ‘সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ’ এর উপজেলা শাখার শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার দোহাজারী পৌরসভার হাবিব প্লাজায় সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ও নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লেয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন- দোহাজারী প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম ও সার্চ মানবাধিকার সোসাইটি উখিয়া শাখার সভাপতি নেজাম উদ্দন।
মো. আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আমির হোসেন, মো. আবচার, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, বিএনপি নেতা আবদুল হাকিম, যুবনেতা মো. ফারুক, মানবাধিকার কর্মী নার্গিস আক্তার, মুন্নী বড়ুয়া, বেবী আখতার প্রমুখ।